নীল জ্যোৎস্নার আশ্বাস দিয়ে
আমাকে আর সোনা পোড়া আগুনে জ্বালিওনা
যে ঢেউ চেয়ে উদলা বুকে প্রতীক্ষায় থাকো নিশিরাত
সে ঢেউ আর কোনদিন তোমার বুক ছুঁবেনা
তোমার মধ্যে তোমাকে উত্তপ্ত করতে
আমার বুকের ঢেউ আর তোমার বুকে ভাঙবেনা।
বিচ্ছেদ আর ব্যবচ্ছেদ এক নয়
যদি বিচ্ছেদের জ্বলন্ত আগুনে ফেলে
এই নিষ্পাপ প্রাণকে জ্বালাময়ী ভালোবাসায়
শাস্তি দিতে
আমি তোমার সমস্ত ভুলের অন্ধকার দুহাতে
সরিয়ে
পরস্পর মিশে একাকার হতাম অবিনশ্বর আলোর উৎসে।
কিন্ত তুমিতো আমাকে পরিকল্পিত ভাবে
ব্যবচ্ছেদ করেছো
তোমার থেকে আমাকে স্বহস্তে দূরে ঠেলে
দিয়েছো
একেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতো দূর দূরত্বে
ইচ্ছে করলেই এখন শুধু অঞ্জলিতে নয়
মুঠো করেও রাখতে পারিনা দেবদূত থেকে পাওয়া
আমাদের সেই নীল জ্যোৎস্না।