একদিন এইটুকু পথ পাড়ি দিত অদেখা ফাগুন
আধপাকা ঘর, মেঠোপথ দিয়ে হনহনিয়ে
ছুটে চলা সাইকেল আর রিকশার আধিপত্য
নিয়ে পেরিয়ে যেতো দুরন্ত সময়।
মেঠোপথ মিশে যেতো খাল আর ধানক্ষেতে,
সাঁকো গড়ে তুলতো বিরামহীন যোগফল।
ভগ্নাংশের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে শুনেছি নৌকা
পায়ে হাঁটা সময়ের গল্প, গরুর গাড়ী আর
গাড়োয়ালের গান। মাইলের ব্যবধানে জন্ম নেয়া
ইশকুল বাড়ীতে দল পাকিয়ে যাওয়া শৈশবেরা
বার্ধক্যে রূপান্তরিত হয়ে গেছে। নারকেল গাছ,
শীতের পুলি পিঠা, খেজুরের রসের জ্বাল...
মরিচের ক্ষেত, হলুদের বাগান ছেড়ে আসা
নকশীকাঁথার উঠোনে এখন অফুরান জায়গা।
গড়ে উঠছে সুউচ্চ দালান কোঠা, পাকা রাস্তায়
দৌড়চ্ছে গতিশীল চার চাকার গাড়ী।
সময়ের সাথে হারিয়ে যাচ্ছে অনেক কিছুই
প্রযুক্তি কেড়ে নিচ্ছে প্রাণের আবাদ, যান্ত্রিকতা
কেড়ে নিয়েছে আমাদের যত সৃষ্টিশীল মনন।