গদ্য
একটা দুপুর আগুন দুইটা নূপুর ফাগুন জোনাক জ্বলা লগন পুড়ছে কিছু স্বপন ... কিছু হল কি? ভেবে পায় না সুহিতা,আসলে এভাবে একা থাকলে কোন কিছু নিয়ে ভাবতে কিন্তু বেশ লাগে।মাঝে মাঝে চিন্তার চোখে রুমাল বেঁধে কানামাছি খেলতেও দারুণ লাগে!এই খেলাটাতে কোন ছক কাটাকাটি নেই –ছক কাটতে হয় এমন খেলাকে ভয় লাগে,সারাদিন বৃত্তঘেরা ছকে বাস করছে বলেই...নির্ধারিত জীবনেরও একটা ছন্দ আছে,আবিষ্কার করতে শিখছে সুহিতা।কখনো কখনো শুয়ে থাকলে হাতের মুঠোয় পৃথিবীর ঝুঁটি চেপে রাখে নিজের চিন্তায়।এটাও হয়....