পদ্য
দুখাই রাজের দুটি কবিতাঃ স্মৃতিগুলো স্পর্শ কাতর ও মরাল
দুখাই রাজ
![dukhai_raj_prossod.jpg]()
। । স্মৃতিগুলো স্পর্শ কাতর । ।
স্মৃতিগুলো মরে যাক
সেই কবে বিংশ শতাব্দির
একবছর অতিবাহিত হয়ে গেছে
সেদিন দেখা হয়ে গেছে জীবনের ঠোঁট
পাশাপাশি, আমি অথবা জীবন
সেই সময়ের কথা বলছিনা যে মুহূর্ত
হাহাকারের,দোমড়ানো কিম্বা কোকড়ানো
সুখের সময়গুলো ক্ষীণ
নির্দিধায় উবে যাওয়া পথের কোলে
সুখ অথবা শোকগুলো হারিয়ে যায়
স্মৃতিগুলোও যাক, যাক সেভাবেই
পুরনো জলসায় ফিরে যেতে খুব মনে টানে
স্মৃতিগুলো আগুনমুখো
মরাল
মাহাজাগতিক মরালেরা উড়তে শেখেনি, আলাপনের মুণ্ডন করে বালির জলে হেঁটে হেঁটে মাইল মাইল, ভেতরের অভ্যর্থনায় ঢুকে যায় খোঁয়াড়ে। মৃদু হাসি লাউড হয়ে ক্ষরণকালের শ্রেষ্ঠ আনন্দ ছুঁয়ে ক্ষীণ সময় অতিবাহিত হয়। দীর্ঘ কাটাছেড়ার বেখেয়ালে রেখে দেয়া হয়েছিল ঘরের বাইরে।
মমির ব্যান্ডেজের ফালিতে কিছুটা হলুদ তখনো। ময়লা ছেঁড়া জুতো একটি টিকে ছিলো টিনের কৌটায়। ধেই ধেই সড়াৎ সড়াৎ হুড়মুড় কিয়দ লুফে নেয় আবেগ। ততোদিনে মমি শুকিয়ে কাঠ।
বেভোলা ঘড়ির কাঁটা! বেতাল সুর আর বিতস মুখ মরালের ছিলোনা।
দুখাই রাজ
দুখাই রাজ। নামের মধ্যেই যেন কবিতার স্পন্দন। পিতা সামরিক বাহিনিতে কর্মরত থাকা সুবাদে বেড়ে ওঠাটা তাই দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে। গনিত বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পাস করলেও মনটা কবিতাতেই রয়ে গেছে। কবিতাই এখন জীবন সঙ্গী। সাহিত্য পত্র “ঘাসফুলের” সম্পাদক হিসেবে কর্মরত আছেন।